তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর, ১১ জানুয়ারি থেকে শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় স্তরের কার্যক্রম ও সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করবেন। দলের পক্ষ থেকে জানিয়েছেন, সফরের সময় নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, সফরকালে তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, মতবিনিময় এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন: তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষ করে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং এরপর বগুড়ায় পৌঁছবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সফর চালিয়ে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিন রংপুরে তিনি  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং মতবিনিময় কার্যক্রম সম্পন্ন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরে আসবেন তিনি।

আরও পড়ুন: বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিএনপি জানিয়েছে, সফরের সব কর্মসূচি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিত এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিচালিত হবে।