২২ জানুয়ারি থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির দীর্ঘদিনের রীতি অনুসারে তারেক রহমান এবারও সিলেট থেকেই নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সেখান থেকেই মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মসূচি শুরু হবে।
আরও পড়ুন: সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। শোক কাটিয়ে ওঠার পর শনিবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে প্রার্থী হয়েছেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: রেজাউল করিম
ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে জনগণের সামনে যাওয়াটা স্বাভাবিক। তাই ২২ জানুয়ারি থেকে দলীয় পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন, তারেক রহমানের সরাসরি মাঠে নামা দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং নির্বাচনী প্রচারে গতি আনবে।





