সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: রেজাউল করিম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বর্তমানে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা

বৈঠকে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি একটি বহুমাত্রিক বিষয়, যেখানে মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে মানের লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, তা বর্তমানে বিদ্যমান নেই।

আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ওসমান হাদীর হত্যাকারীকে এখনো গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু রিটার্নিং কর্মকর্তার আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, এসব আচরণ নির্বাচন নিয়ে দলের উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে এখনো তারা আশাবাদী যে সরকার সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সবার সঙ্গে সমান আচরণ করবে, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ দলের শীর্ষ নেতারা।