চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল
চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ অবস্থান তুলে ধরা হয়।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, সোমবার রাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের অজুহাতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আটক করে নিয়ে যান। পরে তাকে অমানুষিক নির্যাতন করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।
বিএনপি মহাসচিব বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয়।” তিনি অভিযোগ করেন, বিচারবহির্ভূতভাবে একজন রাজনৈতিক নেতাকে নির্যাতন করে হত্যা করা দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি চরম অবজ্ঞার শামিল।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেকোনো অপরাধের বিচার আদালতের মাধ্যমে হওয়ার প্রত্যাশা করে জনগণ। অথচ অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের মাধ্যমে প্রাণহানির ঘটনা সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত।
শোকবিবৃতিতে এই ঘটনাকে ‘লোমহর্ষক ও পৈশাচিক’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সেনাপ্রধানের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
বিবৃতির শেষাংশে বিএনপি মহাসচিব শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





