জুমাতুল বিদায় মুখরিত দেশের সকল মসজিদ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ৫:৪৬ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম উম্মাহর কাছে 'জুমাতুল বিদা' নামে পরিচিত। রমজান ও জুমার মহিমাময় মিলন এই দিনটিকে করে তুলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই বিশেষ দিনে দেশের সকল মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল।

ঢাকার বিভিন্ন মসজিদে সকাল থেকেই মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নামাজের আগেই মসজিদগুলোতে জায়গা সংকুলান না হওয়ায় অনেকে বাইরে রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।

আরও পড়ুন: জুমার দিনে মুসলমানদের ১১ টি বিশেষ আমল

আজানের পরপরই শুরু হয় খুতবা। আলোচনায় আবারও মনে করিয়ে দেওয়া হয়, পবিত্র এ মাসের ফজিলতের কথা। রমজানের শেষ শুক্রবারে কাধে কাধ মিলিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ পূর্ব বয়ানে খতিব মাওলানা মুফতি রুহুল আমীন পবিত্র মাহে রমজান, শবেকদর, জুমাতুল বিদার তাৎপর্য সম্পর্কে বিস্তর আলোচনা করেন। জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

নামাজ শেষে খতিব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তিকামনা করে মোনাজাত করেন। এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি। রমজান মাসের শেষ জুমার এ দিনটিকে মুসলিম বিশ্ব ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করে থাকে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ বিশেষ দিন পালিত হলো।