জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাবে, আদালতে গড়াবে জামাল-শেখ রাসেল ইস্যু?

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:০৮ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে খেলবেন জামাল ভূঁইয়া। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন।

আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দোভাষীর সহায়তায় স্প্যানিশ ভাষায় করা প্রশ্নের উত্তরে জামাল বলেন, এখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে। অনুসরণ করে। আমি এখানে এসেছি আমার দক্ষতা দেখাতে। আশা করি, আমি যদি ভালো খেলি, বাংলাদেশের আরও দু-তিনজন খেলোয়াড় এখানে আসতে পারবে।

লাইভে জামাল আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে পারি ক্লাবকে। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। আমি নতুন প্রাণশক্তি দিতে চাই ক্লাবকে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোল দ্যা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে চাই।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ে অভিনন্দন জানালো মালয়েশিয়ার ইসলামী যুব আন্দোলন

ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, জামাল আমাদের ক্লাবে যোগ দেওয়ায় অনেক ধন্যবাদ তাকে। ওকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সব পূরণ করা হবে।

এদিকে, নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে তাঁর লুকোচুরি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে করা চুক্তি অস্বীকারে ফুটবলপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জামাল। ফুটবল-সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, শেখ রাসেলের সঙ্গে চুক্তিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাগজে না হওয়ায় অন্য ক্লাবে খেলতে কোনো বাধা নেই ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের। আবার কারও কারও দাবি, বাফুফের পেপারে চুক্তি না হলেও যেহেতু রাসেলের দেওয়া কাগজে সই করেছেন, তাই জটিলতায় পড়তে পারেন তিনি। সে ক্ষেত্রে চাইলে জামাল ভূঁইয়াকে আদালতে নিতে পারে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্লাবের সঙ্গে চুক্তি করেও অন্য ক্লাবে চলে যাওয়ায় ২০১৬ সালে আট ফুটবলারের বিরুদ্ধে আইনি লড়াই করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের অভিযোগ ছিল– চুক্তি ভেঙে ক্লাব ছেড়েছেন মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহেল রানা, রায়হান হাসান, জামাল ভূঁইয়া, শেখ আলমগীর কবির রানা ও শহিদুল আলম সোহেল। এই আট ফুটবলার পরে অন্য ক্লাবে খেললেও তাদের আদালতে নিয়ে গিয়েছিলেন শেখ জামাল ক্লাব কর্তারা। 

শেখ রাসেল ও জামালের ইস্যুটিও এই পর্যায়ে চলে গেছে। যেহেতু আর্জেন্টিনার ক্লাবে চুক্তি করেছেন, সেহেতু জামালের বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেবে শেখ রাসেল?