পিএসএল ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে অলরাউন্ডার সাকিব

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ৭:৫৪ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের খেলোয়াড়দের নিলাম হতে পারে এ বছরের ১৪ ডিসেম্বর। তার আগে অবশ্য ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। ড্রাফটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেদের এক্সে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।  

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয় পিএসএল। প্রায় মাসব্যাপী চলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ টুর্নামেন্টটির নবম আসর মাঠে গড়াতে পারে। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। তালিকায় বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন একমাত্র সাকিবই। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

এ ছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।