মহাবিপর্যয় থেকে হৃদয়ের সেঞ্চুরি, লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ২:০৮ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম 'নতুন বল'। দুবাইয়ের স্লো উইকেটেও নতুন বলে ভারতীয় পেসারদের সামলাতে হিমশিম খেয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। শূন্য করে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত। দলের রান তখন সবে ২। এরপর মেহেদী মিরাজ, মুশফিকুর রহিমরা সাজঘরের পথ ধরলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

ওই ধাক্কা সামাল দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। তারা ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রান যোগ করেন। হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ফিফটি করেন জাকের আলী। বিপর্যয় থেকে বাংলাদেশ ২ বল থাকতে ২২৮ রানে অলআউট হয়েছে। লড়াকু পুঁজি পেয়েছে। 

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকার ইনিংসের প্রথম ওভারে শূন্য করে সাজঘরে ফেরেন। তিনে নামা অধিনায়ক নাজমুল শান্তও শূন্য রানে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। শট খেলার মতো বল পেয়ে শট তিনি ঠিকই খেলেন। কিন্তু তুলে দেন বিরাট কোহলির হাতে। এরপর মেহেদী মিরাজ ৫ রান করে স্লিপে ক্যাচ দেন।

ভরসা দেওয়া তানজিদ ২৫ বলে চারটি চারের শটে ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরে বলে একইভাবে আউট হন মুশফিকুর রহিম (০)। অক্ষর প্যাটেল হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। জাকের আলী স্লিপে সহজ এক ক্যাচ দেন। কিন্তু রোহিত তা তালুবন্দি করতে পারেননি। ক্যাচ দেন হৃদয়ও। 

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

জীবন পেয়ে জাকের ১১৪ বলে ৬৮ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে। হৃদয় ১১৮ বলে খেলেন ১০০ রানের ইনিংস। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। রিশাদ ১৮ রানের ইনিংস খেলেন। স্লগে বাংলাদেশ রান করতে পারলে আড়াইশ’ হতে পারত বাংলাদেশের রান।

ভারতের হয়ে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করেছেন। ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসার নতুন ও পুরনো বলে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তার। এছাড়া পেসার হার্শিট প্যাটেল ৩টি ও অক্ষর প্যাটেল ২ উইকেট নিয়েছেন।