দীর্ঘ ১২ বছর পর ফুটবল লিগের নামবদল
ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এক যুগেরও বেশি সময় পর এই নামবদল হলো। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর নতুন নামকরণ অনুমোদন দেওয়া হয়।
২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশে বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ চালু হয়। শুরুতে এর নাম ছিল বি লিগ। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর নাম পরিবর্তন করে বাংলাদেশ লিগ করা হয়। পরবর্তীতে ২০১১ সালে আবার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। দীর্ঘ এক যুগ ধরে এই নামেই লিগ অনুষ্ঠিত হয়ে আসছে।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
তবে এবার নতুন ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে এবং ক্রিকেটের বিপিএলের সঙ্গে বিভ্রান্তি এড়াতে লিগের নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) করা হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এই নাম অনুমোদন দেন।
লিগের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোগোতেও পরিবর্তন আসবে বলে জানা গেছে। এদিকে আগামীকাল থেকেই মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ভেন্যুতে নতুন নামে লিগ শুরু হচ্ছে। মাত্র ২৪ ঘণ্টা আগে সিদ্ধান্ত হওয়ায় নতুন নাম ও লোগো নিয়ে ব্যানার ও বোর্ড তৈরির কাজ চলছে জোরেশোরে।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
গত কয়েক মৌসুম ধরে বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষক ছিল। তবে এবারের লিগে নতুন স্পন্সর আসছে বলে জানিয়েছে বাফুফে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।





