সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ-এর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করা লাল-সবুজের যুবারা নিজেদের গৌরবময় ফর্ম ধরে রাখতে চায় এই শিরোপা লড়াইয়েও। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি। এবারের আসরে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

গ্রুপ পর্বে: শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা, নেপালের বিপক্ষেও ৪-০ ব্যবধানে জয়

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে:

ম্যাচের প্রথম ৫ মিনিটেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় বাংলাদেশ শেষ পর্যন্ত দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় তারা গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করে দারুণভাবে জাল অক্ষত রেখেছে বাংলাদেশ। ভারতের পারফরম্যান্সও বেশ ধারাবাহিক। মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দেয়, ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়, পাকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়, সেমিফাইনালে নেপালকে হারায় ৩-০ গোলে, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের রক্ষণভাগে কিছুটা দুর্বলতা ধরা পড়ে।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ভারত বরাবরের মতো শক্তিশালী দল। তবে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে মাঠে নামব। দোয়া করবেন।

কোচ গোলাম রাব্বানী ছোটন আশাবাদ ব্যক্ত করে বলেন, ফুটবলাররা খুবই এক্সাইটেড। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সুযোগ আছে শিরোপা জয়ের।

অভিজ্ঞ কোচিং স্টাফ, রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণে ধার—সব মিলিয়ে শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশ। তবে ভারতের অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধারালো খেলাও উপেক্ষা করার মতো নয়। আজকের ফাইনালে কার হাসি ফুটবে—তা জানার অপেক্ষা আর কিছুক্ষণের!