রোমাঞ্চকর জয়: আফগানিস্তানকে ৮ বল হাতে রেখেই হারাল বাংলাদেশ

Sadek Ali
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৬ রান। পরিস্থিতি কিছুটা কঠিন হলেও নুরুল হাসান সোহানের দুই ছক্কা আর রিশাদের চার বাংলাদেশকে এনে দেয় নাটকীয় জয়। শারজাহতে আফগানদের দেওয়া ১৫২ রানের টার্গেট টাইগাররা ছুঁয়ে ফেলে ৮ বল হাতে রেখে, জয় পায় ৪ উইকেটে।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল স্বপ্নের মতো। ওপেনার তানজিদ হাসান তামিম (৫১) ও পারভেজ হোসেন ইমন (৫৪) ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই এনে দেন শতরান। তখন মনে হচ্ছিল সহজ জয় আসছে। কিন্তু মাঝের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে তৈরি হয় নাটকীয়তা।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

রশিদ খানের স্পিনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ হঠাৎ করেই পড়ে যায় ধাক্কায়। ১০৯ রানে যেখানে জয়ের আশা জাগছিল, সেখান থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল।

তবে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। সোহান খেলেন ১৩ বলে অপরাজিত ২৩ রান, আর রিশাদ করেন ৯ বলে অপরাজিত ১৪ রান।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান। রহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৪০ রান করেন। শেষদিকে মোহাম্মদ নবি তাসকিনের এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে দলকে চাঙা করেন। তিনি খেলেন ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস।

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ শুরুতে এনে দেন ব্রেকথ্রু, ইব্রাহিম জাদরানকে বোল্ড করে ফেরান সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে রাখে বোলাররা।

অবশেষে আফগানদের ১৫২ রানের লক্ষ্য তাড়া করে নাটকীয় হলেও জয় নিশ্চিত করে টাইগাররা।