২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। চোট কাটিয়ে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনের একমাত্র গোলেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাওয়া এই জয় হয়ে উঠল ঐতিহাসিক।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারানোর পর দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেছে। এর পর আর কোনো স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাই এবারের জয়টি পরিসংখ্যানের দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
ম্যাচের প্রথম দিকে কিছুটা চাপ সামলাতে হয় বাংলাদেশকে। ভারত আক্রমণাত্মক শুরু করলেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। এরপর ছন্দে ফিরতে সময় নেয় লাল–সবুজরা।
১১ মিনিটে রাকিব হাসানের দারুণ আড়াআড়ি ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করেন মোরসালিন ফয়সাল। তার সেই গোলেই স্বস্তির লিড পায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
২০ মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হেড করে বিপদমুক্ত করেন হামজা চৌধুরী।
৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কি থেকে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে ভারত। একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় তারা। ৭৮ মিনিটে দূরপাল্লার শটে ভারতীয় গোলরক্ষককে পরীক্ষা নেন তপু বর্মণ, তবে শটটি ঠেকিয়ে দেন গোলকিপার।
৮৩ মিনিটে ভারতের একজন ডিফেন্ডারের হাতে বল লাগে বলে বাংলাদেশের খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন।
দলকে সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মোরসালিনের একমাত্র গোলেই শেষ পর্যন্ত ১–০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা দীর্ঘদিনের হতাশা কাটিয়ে এনে দেয় স্মরণীয় এক রাত।





