ভারতের বিপক্ষে জয়, ২ কোটি টাকা বোনাস পাবে হামজা-জামালরা
বাংলাদেশ–ভারত ম্যাচ ঘিরে বরাবরই থাকে বাড়তি উচ্ছ্বাস। আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই গ্যালারির প্রতিটি আসন ছিল দর্শকে পরিপূর্ণ। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে উপস্থিত ছিলেন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল তৈরি করেছে নতুন ইতিহাস। বিজয়ের পরের মুহূর্তে ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
এ সময় তিনি দলের জয়ে মুগ্ধ হয়ে খেলোয়াড়দের জন্য ঘোষণা করেন ২ কোটি টাকার বিশেষ বোনাস। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, উপদেষ্টার এই ঘোষণা খেলোয়াড়দের আরও উজ্জীবিত করেছে। এদিকে বাফুফে সভাপতি দলকে অভিনন্দন জানাতে হোটেলে পৌঁছেছেন এবং আজ রাতে নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল সকালে কোচ হামজা যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানা গেছে।
নারী ফুটবলারদের প্রতিও এর আগে সহায়তার হাত বাড়িয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে এক কোটি টাকা এবং এশিয়া কাপের বাছাইপর্বে উত্তীর্ণ হওয়ায় আরো ৫০ লাখ টাকা তিনি পুরস্কার হিসেবে প্রদান করেন। অন্যদিকে বাফুফের পক্ষ থেকে নারী দলের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হলেও তা এখনো প্রদান করা হয়নি।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা





