অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বাংলাদেশে উপেক্ষিত আরহাম

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আরহাম ইসলামের। ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে এরপর থেকে তাকে আর কোনো বয়সভিত্তিক জাতীয় দলে বিবেচনা করা হয়নি।

বাংলাদেশে উপেক্ষিত সেই আরহাম এবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলে। ডিসেম্বর মাসে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপে অংশ নিতে ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

এসবিএস কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের প্রথম ম্যাচ ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর জাপানের শিজুওকা প্রিফেকচার দলের মুখোমুখি হবে তারা। ২১ ডিসেম্বর জাপান জাতীয় দলের বিপক্ষেই আসরের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড ক্লাবের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন আরহাম। কম্বোডিয়ার টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলেও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্প, প্রস্তুতি বা টুর্নামেন্টে তাকে ডাকা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকের কণ্ঠে হতাশা ও ক্ষোভ প্রকাশ পেতে দেখা গেছে।

আরও পড়ুন: আমিরুল ইসলামের হ্যাটট্রিক, দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ