কোপা দেল রে
এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
কোপা দেল রেতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ তালাভেরার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের দৃঢ় প্রতিরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তালাভেরার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলের জয় পায় রিয়াল। দলের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা
ম্যাচে শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখে রিয়াল মাদ্রিদ। ৪১তম মিনিটে এমবাপ্পের নেওয়া পেনাল্টি থেকে প্রথম গোল পায় সফরকারীরা। তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগায় স্পট কিকের সুযোগ আসে রিয়ালের সামনে।
এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন তালাভেরার ডিফেন্ডার ফরান্দো। বিরতির আগে দুই গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস।
আরও পড়ুন: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তালাভেরা। বক্সের বাঁ দিক থেকে শক্তিশালী শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।
তবে সেই আশায় জল ঢেলে দেন এমবাপ্পে। ৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ২৩ ম্যাচে ২৮তম গোল। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে মোট গোলসংখ্যা দাঁড়াল ৭২-এ।
যোগ করা সময়ের প্রথম মিনিটে গনসালো গোল করে ব্যবধান কমালেও বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ এবং কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করে।





