কিনে নিলেন টুইটার, এলন মাস্ক এখন ‘চিফ টুইট’

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২২ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
(no caption)
(no caption)

অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন এলন মাস্ক। এর জন্য তাঁকে খরচ করতে হয়েছে ৪৪ বিলিয়ন ডলার। গতকাল বৃহস্পতিবার টুইটারের নতুন মালিক হয়েছেন তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন এলন মাস্ক। খবর বিবিসি ও রয়টার্সের।

টুইটার কেনা নিয়ে বেশ জল ঘোলা করেছিলেন এলন মাস্ক। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার দফারফা হওয়ার আগেই প্রতিষ্ঠানটি কিনে নিলেন তিনি। টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলেছেন। নিজের প্রোফাইলে লিখেছেন ‘চিফ টুইট’।

আরও পড়ুন: বিটিসিএলের সব ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক গত বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিসকোয় টুইটারের সদর দপ্তরে যান। সেখানে যাওয়ার একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন। এতে দেখা যায়, হাতে একটি সিংক নিয়ে সদর দপ্তরে ঢুকছেন তিনি। এর ক্যাপশনে মজা করেই লিখেছেন, ‘আসুন, ডোবা যাক!’

টুইটার ইস্যুতে বুধবার আরও দুটি টুইট করেছেন মাস্ক। টুইটারের প্রশংসা করে একটি বার্তায় তিনি লিখেছেন, নাগরিক সাংবাদিকতার ক্ষমতায়নে টুইটার যা করেছে, তা একটি ভালো দিক। কোনো ধরনের পক্ষপাত ছাড়া সাধারণ মানুষ এতে খবর প্রকাশ করতে পারছেন। আরেক টুইট বার্তায় তিনি লিখেছেন, টুইটারের কিছু অসাধারণ মানুষের সঙ্গে আজ সাক্ষাৎ হলো।

আরও পড়ুন: মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

এদিকে, মার্কিন গণমাধ্যম বলছে, টুইটারের চিফ এক্সিকিউটিভ পরাগ আগারওয়াল ও চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগাল আর কোম্পানির সঙ্গে নেই। টুইটারের চিফ এক্সিকিউটিভ ও ফিন্যান্স বস অবিলম্বে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।