মেটা আনছে টুইটারের প্রতিদ্বন্দ্বী প্লাটফর্ম
সামাজিক যোগাযোগমাধ্যমে মেটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য টুইটারের বিকল্প প্লাটফর্ম আনার চিন্তা করছে। টুইটারের বিকল্প এই প্লাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত করা যাবে। তবে মেটা এবারের পরিকল্পনার অংশ হিসেবে কর্মীদের একটি টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কের ডিজাইন প্রদর্শন করেছে। আর এটা দেখে নিশ্চিত হওয়া গেছে মেটা আসলেই টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে।
পরিকল্পিত প্লাটফর্মটি মেটার ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। যাদের এরই মধ্যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে তারা নতুন প্লাটফর্মের অ্যাকাউন্টগুলো সরাসরি অনুসরণ করার সুযোগ পাবেন। এছাড়া এটি মাস্টোডনের মতো বিকেন্দ্রীয় প্লাটফর্ম থেকে ব্যবহারকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে।
আরও পড়ুন: নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক
মেটার শীর্ষ মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, প্লাটফর্মটি উন্নয়নশীল স্তরে রয়েছে। মেটা কর্তৃপক্ষ টেক্সট আপডেট শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্ক তৈরির বিষয়ে পরীক্ষার কথা স্বীকার করেছেন। তারা বলছে, ‘আমাদের বিশ্বাস, একটি পৃথক স্পেস তৈরির সুযোগ রয়েছে যেখানে কনটেন্ট ক্রিয়েটর ও তারকা ব্যক্তিত্বরা তাদের আগ্রহের বিষয়ে যথাযথ সময়ে আপডেট দিতে পারে।’
মেটার চিফ প্রডাক্ট অফিসার ক্রিস কক্স বলেন, ‘প্লাটফর্মের কোডিং চলছে। প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই এটি প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। অনেকেরই ধারণা, চলতি মাসের শেষের দিকে প্লাটফর্মটি আলোর মুখ দেখতে পারে।’ নির্মাণাধীন স্তরে স্তরে থাকা প্লাটফর্মটির কিছু স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
টেক্সটভিত্তিক নেটওয়ার্কটির কোডিং নাম ‘পি৯২’। এটি টুইটারকে ব্লুস্কাই বা মাস্টোডনের চেয়েও বড় ধরনের প্রতিযোগিতার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এখন নতুন সামাজিক নেটওয়ার্কে নতুন করে একটি কমিউনিটি গড়ে তোলা কিছুটা কঠিন হবে। এক্ষেত্রে মেটার কাছে আশার আলো হচ্ছে ইনস্টাগ্রামের বিশাল কমিউনিটি। সূত্র: বিবিসি





