দেশে টিকটকের বর্ষসেরা পুরস্কার পেলেন যারা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম টিকটক প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন করেছে ‘ইয়ার অন টিকটক ২০২৩’। বাংলাদেশে কনটেন্ট তৈরিতে প্রথমবারের মতো বর্ষসেরার সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় দম্পতি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দুই ক্যাটাগরিতে তারা জিতে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় “ইয়ার অন টিকটক-২০২৩” অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: বিটিসিএলের সব ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে “ইয়ার অন টিকটক-২০২৩” পুরস্কার দেওয়া হয়। “ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩” পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ।

এছাড়া, স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন, ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে “স্টাইল হাট”। ফুড ক্রিয়েশনে “ফুডখোর”, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য “আমার বাংলাদেশ” শ্রেণিতে “দ্য মাহিম মেইকস”, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে “রবিন রাফান” পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে “লাইফ ইজ মেও” এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।

আরও পড়ুন: মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

ভোটের মাধ্যমে বছরের সেরা ভিডিও নির্মাতাদের বাছাই করা হয়েছে বলে টিকটকের পক্ষ থেকে জানানো হয়।