‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ডাটা

“জুলাই গণঅভ্যুত্থান” স্মরণে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য বিশেষ ডাটা অফার ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে আগামী ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ডাটা একেবারে বিনামূল্যে।
গ্রাহকরা নির্দিষ্ট কোড ডায়াল করে এই ফ্রি ডাটা সংগ্রহ করতে পারবেন। অপারেটরভেদে ডায়াল কোডগুলো হচ্ছে:
আরও পড়ুন: ডিজিটাল ডিটক্স: প্রযুক্তি থেকে একটু দূরে গিয়ে কিভাবে জীবন বদলে ফেলবেন
গ্রামীণফোন: 1211807#
রবি: 41807#
আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর
বাংলালিংক: 1211807
টেলিটক: 1111807#
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, “জুলাই গণঅভ্যুত্থান” দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়। এ উপলক্ষে এ বছরের ১৮ জুলাই তারিখে এই বিশেষ ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে, যা ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।