নতুন বছরকে স্বাগত জানাতে ঝলমলে ইন্টারেক্টিভ ডুডল উন্মোচন করল গুগল
নতুন বছর মানেই নতুন উদ্দীপনায় নতুন পথচলা। সেই শুভ সূচনালগ্নকে রাঙিয়ে দিতে বরাবরের মতোই নান্দনিক সাজে সেজেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২০২৫ সালের শেষ প্রহর ও ২০২৬ সালের আগমন উপলক্ষে গুগল তাদের হোমপেজে উন্মোচন করেছে এক ঝকঝকে, উৎসবমুখর ইন্টারেক্টিভ ডুডল।
এবারের নিউ ইয়ার ডুডলটিতে আভিজাত্য ও উৎসবের আবহের চমৎকার মেলবন্ধন দেখা যাচ্ছে। গুগলের পরিচিত লোগোটিকে রূপ দেওয়া হয়েছে সোনালি রঙের ঝকঝকে অক্ষরে। লোগোর মাঝখানে রুপালি রঙের বড় বেলুনে ভেসে উঠেছে ২০২৫ সংখ্যা।
আরও পড়ুন: ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করল চ্যাটজিপিটি
ডুডলটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইন্টারেক্টিভ ডিজাইন। ব্যবহারকারী যখন কার্সারটি ডুডলের ওপর নিয়ে যান, তখনই ২০২৫ বদলে গিয়ে হয়ে যায় ২০২৬। ঠিক যেন মধ্যরাতের সেই মাহেন্দ্রক্ষণ, যখন ঘড়ির কাঁটা বদলে দেয় ক্যালেন্ডারের পাতা।
ডুডলের নিচে রয়েছে দুটি ডোরাকাটা পার্টি পপার, যেখান থেকে ছড়িয়ে পড়ছে বেগুনি ও সোনালি রঙের কনফেটি ও স্ট্রিমার। ছোট ছোট তারা আর ঝিকিমিকি আলো পুরো দৃশ্যটিকে এনে দিয়েছে প্রাণবন্ত পার্টির আমেজ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা বদল: নিরাপত্তা বাড়বে, নাকি হারাবে জনপ্রিয়তার ধার?
গুগল তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এই বার্ষিক নিউ ইয়ার ডুডলটি বিশ্বজুড়ে নতুন বছরের আগের রাতকে উদযাপন করছে। এই সময় মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে পুরোনো বছরের স্মৃতি রোমন্থন করে এবং নতুন বছরকে স্বাগত জানায়। সময়ের পার্থক্যের কারণে পৃথিবীর একেক প্রান্তে একেক সময়ে নতুন বছর শুরু হলেও গুগলের এই ডিজিটাল গ্রিটিং কার্ড সেই বৈচিত্র্যকে এক সুতোয় গেঁথেছে।
গুগল জানিয়েছে, এই ডুডলটি ব্যবহারকারীদের সামনে আসন্ন বছরের সম্ভাবনা, নতুনত্ব ও আশাবাদের বার্তা পৌঁছে দেওয়ার প্রতীক।
প্রসঙ্গত, গুগল নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তির স্মরণে সৃজনশীল ডুডল প্রকাশ করে থাকে। গুগলের লোগোকে সংশ্লিষ্ট থিম অনুযায়ী রূপান্তর করেই এসব ডুডল তৈরি করা হয়, যা সার্চ বক্সের ওপর প্রদর্শিত হয়।
এ পর্যন্ত গুগল পাঁচ হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে। প্রথম বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। আর পূর্ণাঙ্গভাবে বিশেষ ডুডল প্রকাশের যাত্রা শুরু হয় ২০০৫ সালে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে যুক্ত হয় ছোট ছোট গেম, যা ডুডলকে আরও জনপ্রিয় করে তোলে।





