আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির পরও ঢাকার বাতাসের মান ভালো নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার (১৬ মার্চ) ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিমাণ বৃষ্টির পর যেখানে বায়ুর মান ভালো থাকার কথা, সেখানে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। রোববার (১৭ মার্চ) আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল ১০টার দিকে ঢাকার বায়ুর মানের স্কোর ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুদূষণের স্থানীয় উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজের দূষণ, আশপাশের ইটভাটার ধোঁয়া ইত্যাদি। তবে আজ জাতীয় ছুটির দিন। ছুটির দিনে সাধারণত যানবাহনের চলাচল কম থাকে, কলকারখানাও কম চালু থাকে। এরপরও আজ দূষণ পরিস্থিতি নাজুক।
আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টায় দেশের ২০টি জেলা বন্যার কবলে পড়তে পারে
অন্যদিকে, আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৩৩ ও ২১৫। আইকিউএয়ারের দেয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণের বেশি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। এছাড়া ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত