দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) দুপুরের মধ্যে দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দৈনিক তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির আভাস