সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তি অফিসগামীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সকাল পৌনে ৬টা থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাত রাতে থেমে থেমে হওয়া বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত ডুবে গেছে।

সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের মধ্যেই সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

একজন চাকরিজীবী জানান,  অফিসে যাওয়ার পথে তাকে রাস্তায় হাঁটুপানি নিয়ে পার হতে হয়েছে। আরেক কর্মজীবী জানান, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে তাকে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় এ বৃষ্টিপাত হচ্ছে। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলসহ সর্বত্র বৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস