বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, অক্টোবরের শুরুতে বাড়তে পারে বৃষ্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে সাময়িকভাবে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়লেও অক্টোবরের শুরুতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাত কয়েকদিন কম থাকতে পারে। তবে আগামী ১ অক্টোবরের দিকে সাগরে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। তখন আবার বৃষ্টির প্রবণতা বাড়বে।

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শনিবার ভারতের দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিমে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: চট্টগ্রাম-সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-একটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।