দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা
দুর্গাপূজার ছুটিতে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে বৃহস্পতিবার। পূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি। তবে এবারের ছুটিতে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
বিজয়া দশমীর দিন (বৃহস্পতিবার) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া কিছু এলাকায় ভারী থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে কোনো কোনো এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম-সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস