২৭ বছর পালিয়ে বেড়ানো যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

Shakil
এস এম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ৬:৩৬ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৩
ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. কামাল হোসেন (৫২) ২৭ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল হোসেন ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুরা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুরা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মো. কামাল হোসেন ও একই ইউনিয়নের ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের সঙ্গে ১৯৯৬ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা উভয় পরিবারের অগোচরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর কিছুদিন পর কামাল হোসেন জানতে পারে সুরাইয়ার সঙ্গে তার বিয়ের আগে আরও দুটি বিয়ে হয়। সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলে সন্তান ও দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এরপর থেকেই তাদের দুইজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

পরে আরেকটি বিয়ে করে সংসার করেন কামাল হোসেন। একপর্যায়ে সুরাইয়া নিখোঁজ হন। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নারাঙ্গী পাড়ার কুদ্দুস মিয়ার বাড়ির পাশে টয়লেট থেকে সুরাইয়ার বস্তা বন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী নিজে বাদী হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে দীর্ঘ বিচার শেষে গত ২০১৯ সালের ২১ জুলাই ওই মামলার সাতজন আসামির মধ্যে তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যুবরণ করায় অব্যাহতি দেয়। আর তিনজন আসামি আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাস এবং দোষী সাব্যস্ত করে কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজল হোসেন জানান, (ওসি) মো. কামাল হোসেন স্যারের দিক নির্দেশনায় (এসআই) নজরুল ইসলাম ও (এএসআই) পাইলট ভৌমিকের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে একটি চায়ের দোকান থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় (এসআই) মো. কাজল হোসেন, (এসআই) নজরুল ইসলাম ও (এএসআই) পাইলট ভৌমিকের নেতৃত্বে অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।