রাজবাড়ীতে শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৭) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে।
কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজানুর রহমান পাংশা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে বলতে পারব।