আঙুলে টিপের ছাপ: বাবার দাফন আটকে দিলো ৫ মেয়ে

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলায় ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বাবার মরদেহ দাফন করতে দিচ্ছেন না পাঁচ মেয়ে। এ ঘটনায ছেলে মামুন মরদেহ বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে পালিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত রয়েছে। জানা গেছে, সাকাত গাজী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে ছেলে মামুন গাজী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাকাত গাজী হাসপাতালে থাকাকালে কৌশলে বিষয় সম্পত্তি লিখে নেয় মামুন।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাকাত গাজী। মরদেহ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় বাড়িতে নিয়ে আসে। দাফন করার সময় মামুনের পাঁচ বোন বাধা দেন।

গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙুলে টিপ দেওয়ার ছাপ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলে মামুন তার পরিবার নিয়ে পালিয়ে যায়। সাকাত গাজী ১ ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এ বিষয়ে সাকাত গাজীর মেয়ে লাবনী আক্তার জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে সম্পত্তি লিখে নিয়েছেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স পাঠিয়ে আলোচনার মাধ্যমে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত আছে।