সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে ট্রাকের ধাক্কায় ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল (১৮) লক্ষ্মীপুর সদরের চরমনষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার ভোরে চট্টগ্রামমুখি সবজিবোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ফাঁড়িতে এনে রাখা হয়েছে।