টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে তারাবি নামাজ পড়ে ফেরার পথে জাহিদ খান ঝলক (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদের পিতার নাম শামিনুর রহমান। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
জানা গেছে, সোমবার তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যান। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক