কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা

জনাব আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান

Any Akter
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ২৮ মে ২০২৪ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ২৮ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এর দ্বারা নিবারণী কার্যক্রম পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত হয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া এর বিভাগীয় কর্মকর্তা জনাব আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এর নেতৃত্বে কাস্টমসের একটি দল গত ২৭/০৫/২০২৪ তারিখে সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ সংলগ্ন 'মঠের গোড়া', মসজিদ রোড, কাউতলী ও অন্যান্য এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র‍্যাণ্ডের অবৈধ বিদেশী সিগারেট ও চুরুট আটক করে। 

প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পরিচালিত এ অভিযানে ২৫,৮০০ শলাকা অরিস, ১৫,৮০০ শলাকা মন্ড, ৯,৫৮০ শলাকা এসে, ৮০০ শলাকা ব্ল্যাক, ৬০০ শলাকা ম্যানচেস্টার, ৪০০ শলাকা মার্লবোরো, ৪,৭২০ শলাকা এক্সএসও, ২,৮০০ শলাকা ডানহিল, ১,০০০ শলাকা স্টেট এক্সপ্রেস ৫৫৫, ৮০০ শলাকা প্যাট্রন, ২০০ শলাকা গুরু, ১৬০ শলাকা গুদাংগরম ও ২০০ শলাকা পিকক সিগারেট এবং ডব্লিউটি ৯৯৯ ব্র‍্যান্ডের ৩৩০টি, ২৫টি এরিনমোর ও ৫টি বিকে ব্ল্যাক চুরুট আটক করা হয়।

আটক সিগারেট ও চুরুটের আনুমানিক খুচরা মূল্য প্রায় বিশ লক্ষ টাকা। কাস্টমস এক্ট, ১৯৬৯ এর আওতায় আইনী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান। উক্ত অভিযানের পূর্বে চারটি রেস্তোরাঁ, একটি পরিবেশক প্রতিষ্ঠান ও একটি চা মোড়কজাতকারী প্রতিষ্ঠানে নিবারণী কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানসমূহের বাণিজ্যিক দলিলাদি আটক ও জব্দ করা হয়। উল্লেখ্য যে তিনি আমাদের কে আরো জানান যে, এই  ধরনের অভিজান চলমান থাকবে।