নান্দাইলে সড়কের উপর এক তরুণীর রহস্যজনক মৃত্যু

Abid Rayhan Jaki
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ০৭ জুন ২০২৪ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জোরপুকুরপাড় নামক ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে সড়কের উপর ঝুমা আক্তার (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (৭জুন) সকালে

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরন করে। জানাগেছে, ঝুমা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সদর উপজেলার আবুল কাসেমের কন্যা। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা অথবা দুর্ঘটনা এ নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: আদালতের রায় না মেনে বসতভিটা দখল শ্রীনগরে

কিন্তুু সড়কের উপর মরদেহের পাশে রক্তমাখা যানবাহনের চাকার দাগ সড়কে লেগে থাকতে দেখাগেছে। এদিকে স্থানীয়রা জানায়, সকালবেলা ফজর নামাজের পর মুসল্লিরা সড়কে ওপর ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই তরুণীর পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোষাক ছিল। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ওই তরুনী রাত ১২টার দিকে তাঁর বাড়িতে গিয়ে আশ্রয় চেয়েছিল।

তবে অপরিচিত হওয়ায় তিনি আশ্রয় দিতে রাজি হননি। তবে ওই তরুণীকে এই এলাকার মনে হয়নি। সকালে ঘুম থেকে উঠে যানবাহনের চাপায় এক মেয়ের মৃত্যু সংবাদ শুনতে পান। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি

আরও পড়ুন: জৈন্তাপুরে ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার

নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে সড়ক দূর্ঘটনার আলামত দেখতে পেয়েছি। এছাড়া যতটুকু জানতে পেরেছি ওই তরুণীর মাথায় সমস্যা ছিল।