মুন্সীগঞ্জে ছাত্র নির্যাতন ও কোটা সংস্কারে বিক্ষোভ সমাবেশ

Abid Rayhan Jaki
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৪ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদ ও কোটা সংস্কারের একদফা দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মুন্সীগঞ্জে প্রেসক্লাব ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা। পরে বের হয় বিক্ষোভ মিছিল। 

মিছিলটি জেলা শহরের সুপারমার্কেট ও কাচারি চত্ত্বরসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে শহরতুলি। বিক্ষোভে অংশ নেয় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

আন্দোলনকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা নৃশংসতার দ্রুত বিচারের দাবি জানান। এবং সর্বোচ্চ ৫ শতাংশ রেখে কোটা সংস্কারের সরকারি সিদ্ধান্ত ঘোষনার দাবি জানান।

এদিকে, কোটা আন্দোলনকে ঘিরে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। মঙ্গলবার ১১ টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিতযুদ্ধ চত্বরে মানববন্ধনের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সদর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

জেলার ৬ টি উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। প্রতিবাদ কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।