নাটোর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন
আইয়ুব ইয়াহিয়া প্যানেলের মনোনয়নপত্র জমা

আসন্ন নাটোর সুগার মিল শ্রমিক ইউনিয়ন ১৮ তম দ্বিবার্ষিক নির্বাচনে উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেয়।
আজ (বুধবার) বেলা ১১ টায় নাটোর সুগার মিল প্রশাসনিক ভবনের নির্বাচন কমিশনার ফারুক আহমেদ এর কাছে ১৩ সদস্য বিশিষ্ট আইয়ুব ইয়াহিয়া প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দেয় ।
আরও পড়ুন: মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মোস্তফা খান
এর আগে অন্যান্য প্যানেল ও একক প্রার্থীরাও তাদের মনোনয়ন জমা দেয়। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতীক ও প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আইয়ুব ইয়াহিয়া প্যানেল এর সভাপতি পদে রয়েছে মো. আইয়ুব আলী ও সেক্রেটারির পদে রয়েছেন মো. ইয়াহিয়া আলী, সহ-সভাপতি পদে রয়েছে মো. আব্দুল হালিম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে জহুরুল ইসলাম বাবু। এ সময় প্রার্থীরা বলেন আমরা যদি বিজয় লাভ করি শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ এবং নিজেরা কোন অন্যায় করবো না এবং অন্যদেরকে অন্যায় করতে দিব না।
আরও পড়ুন: তিন দফা দাবিতে রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ