জুলাই স্মৃতি হাডুডু টুর্নামেন্টে উপস্থিত জেলা আওয়ামী লীগ উপদেষ্টা, সমালোচনার ঝড়

Sanchoy Biswas
জামালপুর সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুর সদর উপজেলা প্রশাসনেও জুলাই বিপ্লব ছাত্রদের আয়োজনে জুলাই বিপ্লবে শহিদদের স্মৃতিতে তারুণ্যের উৎসব-২৫ হাডুডু সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকি। একই মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য নাজমুল হক বাবু।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সাফায়াত বিন আবেদিন তুর্য্যসহ এলাকাবাসীর অভিযোগ জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচারণ করছেন ছাত্র-জনতার উপর হামলাকারী চেয়ারম্যান নাজমুল হক বাবু। যিনি জুলাই আগস্ট বিপ্লবে জামালপুর সদর উপজেলার হাসিল বটতলাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ দাতা নাজমুল হক বাবু। তার নির্দেশেই নেতা কর্মী সমর্থকরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালিয়েছিল। 

বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ এভাবেই দিন দিন জুলাই আগস্ট বিপ্লব ভূলুণ্ঠিত করার মস্ত বড় ষড়যন্ত্র চলছে। 

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকির কাছে জানতে চাইলে তিনি বলেন, নাজমুল হক বাবু এর উপস্থিতির বিষয়ে আমার জানা নেই। তিনি আরও বলেন, উনি হয়ত ইউপি চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে জানান।