সিলেটে গভীর রাতে ইবনে সিনার বিলবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ’
সিলেট নগরীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হসপিটালের রাস্তার ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা।বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন বলে প্রত্যক্ষদর্শী অনেকেই জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাষ্টমার কেয়ারের ম্যানাজার খন্দকার ইকবাল জানান, এইটা কীভাবে ঘটেছে আমার জানা নেই। আমি ইঞ্জিনিয়ারও না বা টেকনিক্যাল পার্সনও না। আমি আসলে বলতে পারব না। আপনি কাল অফিসে যোগাযোগ করুন তাহলে জানতে পারবেন।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি





