প্রকাশ্যে অস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনায় প্রকাশ্যে মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। এসময় ফাঁকা গুলি করা হয়। শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নগরের ব্যস্ততম ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। কিছু সময় পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে উঠলেও আতঙ্ক কাটেনি।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

নাম প্রকাশ না করা শর্তে এক বাসিন্দা বলেন, মোটরসাইকেলে চড়ে যারা এসেছিলেন তাদের বেশিরভাগেই তরুণ। কে বা কারা আমরা বুঝতে পারিনি। রাতে হঠাৎ মোটরসাইকেলে করে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায়।এসময় হৈ-চৈ করছিল তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার