ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি দলনেতা কর্তৃক ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্য আটক

Sanchoy Biswas
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি দলনেতা কর্তৃক ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ)  সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ নং সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে পন্ডিতবাড়ী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জনগণের সহযোগিতায় ০২ জনকে হাতেনাতে আটক করে ইউনিয়ন দলনেতা আজিজুল হক। আটককৃতদের রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. লিটন সাংমার কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসার (অতিঃ দায়িত্ব) শফিকুল ইসলাম জানান, ইউনিয়ন দলনেতা আজিজুল হক জনতার সহযোগিতায় ইজিবাইকসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ  মোহাম্মদ কিবরিয়া জানান, ইজিবাইকসহ আটক চোর চক্রের ২ দুই সদস্যকে আইনি প্রক্রিয়া শেষে থানায় প্রেরণ করা হয়েছে।