শরীয়তপুরে হাতবোমা বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে ঢাকার শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয়।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রুপাতলী র‍্যাব-৮ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস জয়ী হলে পরাজিত প্রার্থী জলিল মাদবরের সঙ্গে তার বিরোধে চলে আসছে। ফলে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষেও লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন।

সবশেষ শনিবার (৫ এপ্রিল) সকালে উভয়পক্ষ নজিরবিহীন বোমা বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুরের মুমিনবাগ থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ জানান, কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯টি এবং ঢাকার বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। তাকে জাজিরা থানায় পাঠানো হবে।

এ ঘটনায় আরও সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ।

এ বিষয়ে ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া এ মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে বরিশাল থেকে গ্রেফতার করে র‌্যাব। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’