চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

হাফিজী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ৮৬ বছরেও চশমা ব্যবহার করেন নাই: বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম
চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
রোববার সকালে চাঁদপুর জমিন টাওয়ারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মমিনপুর হাফিজিয়া মাদ্রাসার সহকারী মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, চন্দ্রা কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং রাজনীতিবিদ মজিবুর রহমান ফরহাদ, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা ও কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মঞ্জুর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজি লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা মুক্তারানী, বিশিষ্ট সমাজসেবক মমিনুল্লাহ মৃধাসহ অনেকে। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম বলেন , রোকনুজ্জামান রোকন মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছেন তা আমি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ আমি সবসময় টিভিতে ও পত্রিকায় দেখি রোকনুজ্জামান রোকন সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন আজ উক্ত হাসপাতালের উদ্যোগে এই মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমি স্বচক্ষে নিজে উপস্থিত থেকে আজ শতশত রোগীর উপস্থিতিতি দেখতে পেলাম চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বিনা ফিতে এবং বিনা স্বার্থে অসহায় রোগীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। যার চক্ষু নাই সে বুঝে চোখের মর্যাদা কি।
তিনি বলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি ৮৬ বছরেও চশমা ব্যবহার করেন না, আজ ছোট ছোট বাচ্চারাও চশমা ছাড়া চলতে পারেন না। কারণ আমাদের মধ্য থেকে বাবা-মা এখন ইউটিউব এবং মোবাইল নিয়ে সারাক্ষণ দেখতে থাকেন। তাই ওই বাচ্চারাও এই ধরনেরই হয়। এজন্য চোখের সমস্যা জটিল আকার ধারণ করছে, আমি অনুরোধ করব।আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মোবাইল থেকে দূরে থাকবেন তাহলে চোখের সমস্যা হবে না।