কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি আরো ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোন এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি জানার চেষ্ঠা করছি। তবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে