শ্রীমঙ্গলে সড়কের দুপাশে মুগ্ধতা ছড়াচ্ছে সোনালু, ক্যাসিয়া, কৃষ্ণচূড়া

Sadek Ali
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ২৪ মে ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রীমঙ্গলের ভানুগাছ রোড বর্তমানে একটি মনোমুগ্ধকর ফুলের রাজ্যে পরিণত হয়েছে। এই সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালুর মতো বর্ণিল ফুলগাছ শোভা পাচ্ছে, যা এপ্রিল-মে মাসে ফুলে ফুলে ভরে ওঠে। এই দৃশ্য পর্যটক, দর্শনার্থী, পথচারী ও স্থানীয়দের আকর্ষণ করছে এবং অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে আসছেন।  শ্রীমঙ্গলের ভানুগাছ রোড বর্তমানে ফুলের সৌন্দর্যে এক অনন্য পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। এই সড়কের দুই পাশে বিভিন্ন রঙের ফুলগাছের সমাহার পথচারীদের মুগ্ধ করে তুলছে। 

এই ফুলের রাজ্য উপভোগ করতে চাইলে, শ্রীমঙ্গল শহর থেকে ভানুগাছ রোড ধরে এগিয়ে যেতে পারেন।  বধ্যভূমি ৭১ থেকে শুরু করে বিটিআরআই পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশে এই ফুলগাছগুলোর সৌন্দর্য উপভোগ করা যায়। এ ফুলের গাছগুলো সমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরেছে প্রকৃতিতে। যেন লাল, হলুদ, গোলাপী, হলুদ আর সোনালী রঙে রাঙিয়েছে প্রকৃতি।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

শ্রীমঙ্গল শহরের প্রবেশপথ ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বধ্যভুমি ৭১ থেকে চা গবেষণা ইনস্টিটিউট পয়েন্ট পর্যন্ত চা বাগানের সারি। শ্রীমঙ্গল শহরের খুব কাছে বধ্যভূমি ৭১ পেরুলেই চা-বাগান। ভাড়াউড়া চা বাগানের ফাঁড়ি বাগান ভুরভুরিয়া চা বাগানের মাঝ দিয়ে চলে গেছে আঁকা-বাঁকা পীচ ঢালা পথ। এটি শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক।

সবচেয়ে আকর্ষণীয় সোনালু আর কৃষ্ণচূড়ার গাছ। বিশেষ করে সোনালু দুর্দান্ত ফুলের গাছ। এটি তার আকর্ষণীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রকৃতিকে নয়নাভিরাম রুপে সাজিয়ে তুলতে এর জুড়ি নেই। শ্রীমঙ্গলের  ভানুগাছ রোডের এই ফুলেল সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপার আনন্দের উৎস। গ্রীষ্মকালে এই সড়ক হয়ে ওঠে এক রঙিন স্বপ্নপথ, যা দেখে মন ভরে যায়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন