সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

Sanchoy Biswas
সৈয়দ পান্না, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০৬ জুন ২০২৫ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও বেশি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে শুক্রবার (৬ জুন) সকালে ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নেন।

এবিষয়ে মাওলানা মহব্বত আলী বলেন,‘‘প্রযুক্তির এ যুগে বিশের কোথায় কি হচ্ছে,তা সহজে জানা যাচ্ছে। তাই মুসলমানদের উচিৎ সারা বিশে একই দিনে রোজা ও ঈদ পালন করা । 

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, সাতক্ষীরার এসব গ্রামে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের প্রথা চলে আসছে। 'আমরা প্রায় এক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করছি। এবারও সেই ধারাবাহিকতায় শুক্রবার ঈদ উদ্‌যাপন করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।'

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেন।সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় রোজা ও ঈদ পালন করেন অনেকেই।