দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এর আগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, যা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।
তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা এবার কমেছে। ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন, সে হিসেবে এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর নিরাপত্তা ও নিয়মনীতি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ, নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতেই এই কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্র ও এর আশপাশে যেন কোনোভাবেই প্রশ্নফাঁস বা অনৈতিক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





