টাঙ্গাইলে ক্যান্সার আক্রান্ত সাত্তার ও ফজলুকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ক্যান্সার আক্রান্ত দুই প্রবীণ ব্যক্তি—আব্দুস সাত্তার ও ফজলু খানের পাশে দাঁড়িয়েছে দলটি।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার সহদেবপুর গ্রামে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাদের হাতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এই কর্মসূচি বাস্তবায়নে তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। স্থানীয় পর্যায়ে সমন্বয় করেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব এবং সাবেক ছাত্রনেতা মোঃ আজমল হায়াত খান (শাওন) প্রমুখ।
ক্যান্সার আক্রান্ত আব্দুস সাত্তার ও ফজলু খানের পরিবারের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন প্রতিনিধি দল।
এই মানবিক উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের এই সহায়তা পরিবার দুটির মনে সাহস ও আশা জোগায়।