সাভারের কাউন্দিয়ায় ১৩ বছরের মেয়েকে গণধর্ষণ করে হত্যা

মঙ্গলবার ১৫ জুলাই কাউন্দিয়া বিএমআই ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে লামিসা (১৩) নামের একটি মেয়েকে তার আত্মীয়-স্বজন নিয়ে আসে। হাসপাতালে দায়িত্বরত কর্তৃপক্ষ মেয়েটিকে দেখে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত দুদিন আগে লামিসাকে তার দুই বান্ধবী বাসা থেকে ডেকে নিয়ে যায়। লামিসার মা বাসায় লামিসাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
আজ সকালে লামিসার ছোট ভাই-বোন লামিসাকে বাকসাত্রা ঈদগা মাঠ সংলগ্ন হাজী হাফিজুর রহমান (নাশকতা)-এর বাসার একটি রুমে পড়ে থাকতে দেখে তাদের মাকে খবর দেয়।
লামিসার মা উক্ত বাকসাত্রা ঈদগা মাঠ সংলগ্ন হাজী হাফিজুর রহমান (নাশকতা)-এর বাসায় গিয়ে দেখেন, একটি রুমে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে!
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
লামিসার মা তাৎক্ষণিক কান্নায় ভেঙে পড়েন। লামিসার মায়ের চিৎকারে এলাকার লোকজন বেরিয়ে আসে। লামিসার মা এবং এলাকাবাসী লামিসাকে নিয়ে স্থানীয় বিএমআই ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ লামিসাকে মৃত ঘোষণা করেন।