গজারিয়াতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯ টার দিকে মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম জিলু মিয়া (৪২)। সে গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম রসুলপুরে যাচ্ছিলো সে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশের ছিটকে পড়ে এবং এতে চালক জিলু মিয়া গুরতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।