ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালিত

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাউতলী মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রুমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. কামরুজ্জামান মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার-নির্যাতন চালায়। ওই সময় স্বৈরাচারের যেসব দোসর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েসি রায় দিয়েছিলেন, অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।