ছাতক থানার ওসি’কে প্রাণনাশের হুমকি

Sadek Ali
আতিকুর রহমান, ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দকে একটি মোবাইল নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

৩১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩৭ মিনিটে মোবাইল (নং ০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে থানার সরকারী নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ ও ফোন করে এ হুমকি দেওয়া হয়। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

ওসি জানান, ফোনে তাকে বলা হয় আওয়ামীলীগ হারাইয়া যায় নাই, আওয়ামিলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট, সমন্বয়ক আর জামাত কেউ বাঁচাতে পারবে না। এসময় ওসি ঐ লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে