সাতক্ষীরা সরকারি কলেজ রোড দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনগুরুত্বপূর্ণ সাতক্ষীরা সরকারি কলেজ রোড সংস্কারে চরম দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর সভার ২ ও ৩ নং ওয়ার্ড বাসীর আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন সড়কের ধারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে এ সড়কটি সংস্কার করা না হলে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহিয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিম, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াতে চরমভাবে বাধা গ্রস্ত হচ্ছে। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। গত ১৫ এপ্রিল সাতক্ষীরা পৌর শহরের সরকারি কলেজ রোডসহ ১০টি সড়ক সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

উদ্বোধনের পর পোস্ট অফিস মোড় থেকে করিম মেস পর্যন্ত খোয়া ফেলানোর পর তা রুলার টেনে ফেলে রাখা হয়েছে। তারপর থেকে পুরাতন সাতক্ষীরা থেকে পর্যন্ত অর্ধ কিলোমিটারেরও বেশী সড়ক সংস্কারের জন্য অধিকাংশ স্থানে পিস তুলে এবং সড়কের দু ধারে ইটবসানোর জন্য গর্ত করে ফেলে রাখা হয়েছে। এরপর সড়কটিতে অনেকদির ধরে আর কোন কাজ করা হচ্ছেনা।

বর্তমানে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে এ সড়কটি সংস্কার করা না হলে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন।